ডাল্টন জহির: বাংলাদেশের প্রথম SKAL ইন্টারন্যাশনাল মাদ্রিদ সদস্য ও আন্তর্জাতিক পর্যটন নেতৃস্থানীয়
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা বিশেষজ্ঞ মোহাম্মদ জহিরুল ইসলাম, যিনি ডাল্টন জহির নামে পরিচিত, SKAL ইন্টারন্যাশনাল মাদ্রিদের ইতিহাসে প্রথম বাংলাদেশী সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। এটি সংগঠনের ৯০ বছরের ইতিহাসে এবং মাদ্রিদ অধ্যায়ের ৭০ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সম্প্রতি পুয়ের্তা দে আমেরিকা হোটেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় জহিরকে সদস্যপদ সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত মিঃ তাকাহিরো নাকামে ও অর্থনৈতিক, পরিবহন ও পর্যটন উপদেষ্টা মাই সাসাকি। SKAL ইন্টারন্যাশনাল ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্বব্যাপী পর্যটন পেশাজীবীদের নেটওয়ার্ক, যা শিল্পে ব্যবসায়িক সম্পর্ক, নেটওয়ার্কিং এবং সৌহার্দ্য বৃদ্ধির জন্য কাজ করে।
মাদ্রিদ SKAL এর সভাপতি মিঃ র্যামন অ্যাডিলন বলেন, “বাংলাদেশের প্রথম সদস্য হিসেবে ডাল্টনকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। তার ২৪ বছরের অভিজ্ঞতা পর্যটন ও আতিথেয়তা খাতে অমূল্য হবে।”
এছাড়া, লিসবন, পর্তুগালে ডাল্টন জহিরকে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি (TIES) এর ইউরোপ প্রধান এবং পর্তুগালের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। TIES এর প্রতিষ্ঠাতা মিসেস ভিলমা ডি. সি. মেন্ডোজা জানান, জহিরের দক্ষতা বিশ্বব্যাপী ইকোট্যুরিজম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২৪ বছরের অভিজ্ঞতার অধিকারী ডাল্টন জহির আতিথেয়তা, পর্যটন, মিডিয়া ও আন্তর্জাতিক ব্যবসা ক্ষেত্রে স্বীকৃত। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন, যেমন – ব্র্যাক সার্ভিসেস লিমিটেড, রোজ ভিউ হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ, ওশান প্যারাডাইস ও লেকশোর হোটেল। এছাড়া মটোরোলা, অ্যাপল, ফিলিপস ও ফুজিফিল্মের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা রয়েছে।
জহির বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং রন্ধনসম্পর্কীয় ঐতিহ্যকে বিশ্ব পর্যটন সম্প্রদায়ের কাছে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্য জুড়ে ৩৫টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন এবং আইটিবি বার্লিন, ডব্লিউটিএম লন্ডন, ভারতের পর্যটন মেলাসহ অসংখ্য আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ করেছেন।
বর্তমানে তিনি পর্তুগাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন উপদেষ্টা, ট্যুরিজম অ্যালায়েন্স সোসাইটির (TAS) সদস্য এবং FBCCI এর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন স্থায়ী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিআলো/এফএইচএস