ডাসারে আগুনে পুড়ে ছাই দুটি বসতঘর: হতদরিদ্র ও বিধবা পরিবারকে নগদ সহায়তা প্রদান
মো. হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে এক হতদরিদ্র ও এক বিধবা পরিবারের দুটি বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুধগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত বিধবা রানু বেগম ও আবু তালেব বেপারীর ঘরে থাকা প্রায় দশ লাখ টাকার মালামাল মুহূর্তেই আগুনে পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে, তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকার ইতালি প্রবাসী মেনাজুল আকন মানবিক উদ্যোগে এগিয়ে আসেন। তিনি তার স্ত্রী নাজমা বেগমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। নাজমা বেগম বলেন, “আমার স্বামী বিদেশ থেকে খবর শুনে আমাকে নগদ অর্থ দিতে পাঠিয়েছেন। এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।”
হতভম্ব রানু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী-সন্তান কেউ নাই। ঘরে পাঁচ লাখ টাকার জিনিসপত্র ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। সাংবাদিক ভাইদের মাধ্যমে বিত্তবান ও সরকারের কাছে সাহায্যের আবেদন জানাই।”
এদিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ খান জানান, চল্লিশ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিলে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।
ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফিন বলেন, “ঘটনার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।”
বিআলো/তুরাগ