• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডাসারে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে কু-প্রস্তাব”প্রতিবাদে ভূক্তভূগী পরিবারের সংবাদ সম্মেলন 

     dailybangla 
    14th Aug 2025 9:27 pm  |  অনলাইন সংস্করণ

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে স্কল পড়ুয়া মেয়ে স্বর্ণা আক্তারকে বকাটের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শ্রীলতাহানি করার চেষ্টা” প্রতিবাদে ভূক্তভূগী পরিবারের সংবাদ সম্মেলন।

    এবিষয়ে বুধবার (১৩ আগস্ট) বিকালে কালকিনি মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভূক্তভূগী পরিবার।

    ভূক্তভূগী স্বর্ণা আক্তারের বাবা মেয়ের শীলতা হানির বিষয়ে বাধা দিতে গেলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে গত ৬ আগস্ট বুধবার সকালে ভুক্তভোগী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে

    সংবাদ সম্মেলনে ডাসার ইউনিয়নের পূর্ব খান্দলী এলাকার ভুক্তভোগী স্বর্ণা আক্তারের বাবা সোবাহান বেপারী বলেন , আমার স্কুল পড়ুয়া মেয়ে সর্না আক্তার(১৬) কে দীর্ঘদিন যাবত কু-প্রস্তাব দিয়ে আসছে একই এলাকার মোঃ জামাল ব্যাপারীর ছেলে মোঃ নিলয় বেপারী (২২)।

    সর্না আক্তার বখাটের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে নিলয় বেপারী বিভিন্ন সময়ে রাস্তা-ঘাটে ইভটিজিং করতে থাকে। একপর্যায়ে সর্না আক্তার তার বাবাকে বিষয়টি খুলে বললে, তার বাবা বখাটে নিলয় বেপারীর পিতা জামাল বেপারীকে তার ছেলের কুকর্মের কথা জানিয়ে নালিশ করেন।

    নালিশের পরে বখাটে নিলয় বেপারী ক্ষিপ্ত হয়ে সর্না আক্তারকে শ্রীলতা হানি করার চেষ্টা করে বিষয়টি টের পেয়ে সর্নার পিতা সোবাহান বেপারী বখাটে নিলয় বেপারীকে বাধা দেয়। তখন বখাটে নিলয় একটি হকিস্টিক নিয়ে এলোপাতাড়ি মারতে থাকে এতে করে সোবাহান বেপারী ও তার মেয়ে স্বর্ণা আক্তার গুরতর জখম হয়।

    এ সময় জীবন রক্ষার্থে ভুক্তভোগী পরিবার ট্রিপল নাইনে ফোন দিলে তাৎক্ষণিক পুলিশ এসে উপস্থিত হয়। তখন পুলিশের উপস্থিতিতেই সর্না আক্তারের উপরে হামলা চালায় বখাটে নিলয় বেপারী এমনটাই অভিযোগ সর্না আক্তারের বাবা মোঃ সোবাহান বেপারীর।

    এতে করে সর্না আক্তার গুরুতর জখম হলে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে তার অবস্থার অবনীত হলে স্বর্ণা আক্তার কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    এতে বখাটে নিলয়ের অপরাধী কর্মকাণ্ডে বাধা দিয়ে উল্টো তার ভাই মোঃ নিশাত বেপারী (২২), শান্ত বেপারী (২৬) পিতা মোঃ মিজান বেপারী, মোঃ সবুজ বেপারী (৩০) পিতা মোঃ হাবিব বেপারী, এবং বখাটে নিলয়ের বাবা জামাল বেপারী (৬০) সহ নাম না জানা আরও অনেকেই মিলে স্বর্ণার বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং লুটপট করে নগদ অর্থসহ স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়।

    বর্তমানে মোঃ সোবাহান বেপারীর তার পরিবার নিয়ে কালকিনি উপজেলায় আশ্রয় নিয়েছে। এ বিষয়ে ৭ই আগস্ট বৃহস্পতিবার সর্না আক্তার এর বড় বোন সুমাইয়া আক্তার ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং বুধবার বিকালে কালকিনি মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

    এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ এহেতা-শামুল ইসলাম বলেন, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি এবং তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930