ডা. আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলরের পি.এস ডা. মো. আমিনুল ইসলাম পলাশের (৫০) বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ করেছেন বাবুল বিশ্বাস (৬৫) নামের একজন ভুক্তভোগী। গত ১০ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় তিনি এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, গত ২৬ জুলাই বাবুল বিশ্বাস একজন মুমূর্ষু রোগীর সেবা পেতে বিএসএমএমইউ-তে ডা. মো. আমিনুল ইসলাম পলাশের শরণাপন্ন হন। আমিনুল ইসলাম-এর প্রেক্ষিতে বাবুল বিশ্বাসের কাছে ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অপারগতা জানালে ডা. আমিনুল তার গুন্ডা বাহিনী দিয়ে বাবুল বিশ্বাসকে লাঞ্ছিত করে হাসপাতাল থেকে বের করে দেন। পাশাপাশি বাবুল বিশ্বাসকে নানারকম হুমকি-ধামকি দেন আমিনুল ইসলাম।
বাবুল বিশ্বাস-এর গ্রামের বাড়ি-কুষ্টিয়ার ভেড়ামারা থানার কৃষ্ণপুর গ্রামে। তিনি নবীর বিশ্বাস ও মনিকা বিশ্বাসের ছেলে। তার বর্তমান ঠিকানা ১১-ইব্রাহিম ম্যানশন, পুরানা পল্টন, ঢাকা। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন।
বিআলো/নিউজ