• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডিআরইউ নির্বাচন: সভাপতি সালেহ আকন, সা. সম্পাদক সোহেল নির্বাচিত 

     dailybangla 
    30th Nov 2025 9:25 pm  |  অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি:  উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রিপোর্টারদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রধান প্রতিবেদক আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের সিনিয়র প্রতিবেদক মাইনুল হাসান সোহেল।

    শনিবার সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। তারা দুজন আগের কমিটিতেও (২০২৫) একই পদে নির্বাচিত হয়েছিলেন। গতকাল রবিবার ডিআরইউ প্রাঙ্গণে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, মোট ১ হাজার ৭৫৭ ভোটারের মধ্যে ১ হাজার ৪৪৪ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানি পেয়েছেন ৪৩২ ভোট। সহ-সভাপতি পদে মেহদী আজাদ মাসুম ৭৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিম মোহাম্মদ পেয়েছেন ৫২৬ ভোট।

    সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল ৭৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঈনুল আহসান পেয়েছেন ৪৮৯ ভোট। এদিকে যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল ৭৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন সুমন পেয়েছেন ৫২৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতারুজ্জামান পেয়েছেন ২৮৫ ভোট।

    দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নার্গিস জুঁই পেয়েছেন ৫৩৯ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
    তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল ৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন মহিন পেয়েছেন ৫৭১ ভোট, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল ৮১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদা লিসা ৫৫৪ ভোট পেয়েছেন।

    সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া ৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সলিম উল্ল্যা (এস ইউ সেলিম) পেয়েছেন ৪৫৫ ভোট। কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    এছাড়া কার্যনির্বাহী সদস্য (৭টি) পদে নির্বাচিত হয়েছেন মো. আকতার হোসেন (তার প্রাপ্ত ভোট ৯০৬), আলী আজম (প্রাপ্ত ভোট ৭৬০), মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান) ( প্রাপ্ত ভোট ৬৭২ ভোট), আল-আমিন আজাদ (প্রাপ্ত ভোট ৬৩৮), মোহাম্মদ নঈমুদ্দীন (প্রাপ্ত ভোট ৬৩৫) ও সুমন চৌধুরী (প্রাপ্ত ভোট ৫২২)। মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম একই (৪৭২ ভোট) ভোট পাওয়ায় তাদের বিষয়ে নতুন কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031