• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডিউটি পোস্টে মোবাইল ব্যবহার নিষেধ করলেন আইজিপি 

     dailybangla 
    19th Jun 2025 5:18 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: ডিউটি পোস্টে মোবাইল ব্যবহার নিষেধ করলেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধান পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। ডিউটি পোস্টে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কারণ এটি মনোযোগে বিঘ্ন ঘটায় এবং দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে।

    ১৮ জুন (বুধবার) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মে ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট।

    জনগণ ডিএমপির কাছ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সেবার প্রত্যাশা করে। থানা এলাকায় মোবাইল ডিউটি, গার্ড ডিউটি কিংবা কূটনৈতিক দায়িত্ব পালনের সময় কর্মকর্তাদের সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। আইজিপি বাহারুল আলম আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। জনগণকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ডিএমপির প্রতিটি সদস্যকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

    সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, যেকোনো অপরাধ ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অপরাধী শনাক্ত ও গ্রেফতারের হার বাড়াতে হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশসহ সকল ইউনিটকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে একটি সফল নির্বাচন উপহার দিতে হবে।

    এ লক্ষ্যে নির্বাচনী দায়িত্ব শতভাগ নিরপেক্ষভাবে পালন করতে হবে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকা মহানগর পুলিশ সদা প্রস্তুত থাকবে। মাসিক এই সভায় মে মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930