সাহসী প্রতিবেদনের স্বীকৃতি: ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত
পরিবহন খাতে চাঁদাবাজির বিরুদ্ধে আলোকপাত
হৃদয় খান: পরিবহন খাতে চাঁদাবাজির মতো স্পর্শকাতর বিষয়ে সাহসী কলম ধরার স্বীকৃতি হিসেবে সাংবাদিক খান শান্ত অর্জন করেছেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৫’ (DMF Award)। শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানস্থ লেকশোর হাইটস হোটেলে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বর্তমান সময়ে বেশিরভাগ পাঠক ও দর্শক ডিজিটাল মাধ্যমে সংবাদ গ্রহণ করছেন। যারা দ্রুত এবং সঠিকভাবে তথ্য পৌঁছে দিচ্ছেন, তাদের আমরা সম্মানিত করছি।”
খান শান্ত দীর্ঘদিন যাবৎ যমুনা টেলিভিশন, আনন্দ টেলিভিশনসহ দেশের মূলধারার গণমাধ্যমে অপরাধ, সেবা, এবং সিটি করপোরেশন বিটে প্রতিবেদক ও চিত্র সাংবাদিক হিসেবে কাজ করছেন। তার রিপোর্টগুলো মানুষের মনোযোগ আকর্ষণ করেছে, বিশেষ করে পরিবহন খাতে চাঁদাবাজি বিষয়ে তার সাড়া জাগানো প্রতিবেদনটি সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং দেশের বিভিন্ন স্তরের পাঠকগণের মধ্যে আলোচিত হয়েছে।
খান শান্ত জানান, সাংবাদিকতা তার জীবনের এক বড় লক্ষ্য, এবং তিনি সমাজে পরিবর্তন আনার জন্য কাজ করছেন। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, মানুষের ন্যায়-অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামের একটি মাধ্যম। এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।”
এই বছরের ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত সাংবাদিকদের সম্মাননা জানানো হয়। সেরা প্রতিবেদক, সেরা ফিচার নিউজ, সেরা ভিডিও রিপোর্টার, এবং সেরা অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগে পুরস্কৃত ব্যক্তিদের মধ্যে খান শান্ত অন্যতম। এ ছাড়াও অন্যান্য সাংবাদিকরা তাদের সৃজনশীল কাজের জন্য সম্মানিত হন।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. তৃণা ইসলাম এবং ফয়সাল তিতুমীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও প্রতিনিধিরা।
অ্যাওয়ার্ড প্রাপ্তিতে খান শান্ত অত্যন্ত আনন্দিত এবং তার ভবিষ্যতে আরও বড় ধরনের সাংবাদিকতা কাজে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই সম্মাননা তাকে আরও অনুপ্রাণিত করবে এবং তিনি নিজের পেশাগত জীবনে আরও বড় সফলতার দিকে এগিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা দেশের মিডিয়া অঙ্গনে।
বিআলো/তুরাগ



