• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মী গ্রেফতার 

     dailybangla 
    04th Aug 2025 9:05 pm  |  অনলাইন সংস্করণ

    ২১ নেতাকর্মী গ্রেফতার ডিএমপির অভিযানে

    মো. খালেক: গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    গ্রেফতারকৃতরা হলো-

    ১। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন
    ২। ঠাকুরগাঁও জেলার পীড়গঞ্জ থানা যুবলীগের সদস্য মোঃ গিয়াস উদ্দিন (৩৫)
    ৩। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ (৭০)
    ৪। শাহবাগ থানা আওয়ামী লীগের ২০ নং ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মোঃ ইব্রাহীম (৬২)
    ৫। বনানী থানা ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর এর সদস্য মোঃ বাদশা খান (২৯)
    ৬। ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ওরফে তারেক (২৭)
    ৭। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি ও বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য সাব্বির মজুমদার (৪৩)
    ৮। ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাঠালিয়া থানার রামপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকির হোসেন ফরাজী (৫৩)
    ৯। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্শেদ (৫১)
    ১০। ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি আনিসুর রহমান হিটলু (৪৮)
    ১১। উত্তর খান থানা আওয়ামীলীগের কার্যপরিষদের সদস্য ও ঢাকা উত্তর আওয়ামীলীগ কাচকুড়া ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম (৫০)
    ১২। ছাত্রলীগের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম (৩৩)
    ১৩। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রাক্তন সদস্য মইনুল হোসেন সুমন (৪৮)
    ১৪। উত্তরখান থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক (৪৫)
    ১৫। বংশাল থানার কায়েতটুলী শাখা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ রকি ওরফে রায়হান ওরফে রুকু (৩৩)
    ১৬। ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌর আওয়ামীলীগের সভাপতি ও ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার
    ১৭। ঢাকা দক্ষিন মহানগরীর আওয়ামী মৎসজীবি লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শিকদার (৪৭)
    ১৮। ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামীম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন
    ১৯। ঢাকা জেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সাধারন সম্পাদক সান মোহাম্মদ (৪২)
    ২০। শ্যামপুর থানা ৫৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সায়মন রহমান (৪২)
    ২১। খিলগাঁও থানা ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আল মামুন সরকার (৪৪)।

    ডিবি সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় পল্টন থানা এলাকা থেকে মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

    একইদিন দুপুর আনুমানিক ০১:১০ ঘটিকায় হাজারীবাগ থানাধীন ঝিগাতলা এলাকা থেকে মোঃ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত গিয়াস সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা: হাসান মাহমুদ এর প্রচার সেলের অন্যতম এডমিন। শনিবার অপর এক অভিযানে বোরহান উদ্দিন আহম্মেদকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।

    অন্যদিকে মোঃ ইব্রাহীমকে শনিবার আনুমানিক বিকেল ৫:৪৫ ঘটিকায় জুরাইন রেললাইন এলাকা থেকে গ্রেফতার ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় দিনের অপর এক অভিযানে বিকেল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় মোঃ বাদশা খানকে গ্রেফতার করে ডিবি সাইবার ক্রাইম বিভাগের একটি টিম।

    শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ০৮:০৫ ঘটিকায় খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ান এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ তরিকুল ইসলাম ওরফে তারেককে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম। একইদিন রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় গুলশান এলাকা থেকে সাব্বির মজুমদারকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম। একই দিন বিকেল আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাকির হোসেন ফরাজীকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

    রাজধানীর রুপনগর থানা এলাকা হতে শনিবার রাত আনুমানিক ০৯:২০ ঘটিকায় মোঃ মোর্শেদকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের একটি টিম। শনিবার রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে আনিসুর রহমান হিটলুকে গ্রেফতার করে ডিবি সাইবারের একটি টিম। গ্রেফতারকৃত আনিসুরের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

    উত্তরখান থানাধীন কাচকুড়া বাজার হাকিম নুর সুপার মার্কেটের সামনে থেকে জাহাঙ্গীর আলমকে শনিবার রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় গ্রেফতার করে ডিবি সাইবারের একটি টিম। গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় একটি মামলা রয়েছে।

    আজ রবিবার (৩ আগস্ট) রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরের একটি বাসায় অভিযান পরিচালনা করে মোঃ রেজাউল করিমকে গ্রেফতার করে ডিবি সাইবারের একটি টিম। একই দিন অর্থাৎ রবিবার রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় ডেমরার ডগায় শান্তির রোড এলাকায় অভিযান পরিচালনা করে মইনুল হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার (দক্ষিণ) বিভাগের একটি টিম।

    রাত আনুমানিক ১২:৪৫ ঘটিকায় উত্তরখান এলাকা থেকে মোঃ আজিজুল হককে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। একই দিন অপর এক অভিযানে মোঃ রকি ওরফে রায়হান ওরফে রুকুকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। অপর এক অভিযানে রাত আনুমানিক ১২:৫৫ ঘটিকায় মিরপুর এলাকা হতে লিয়াকত আলী তালুকদারকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।

    মুগদা থানা সূত্র জানায়, রবিবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় মুগদা থানাধীন মদিনাবাগ এলাকা থেকে মাহমুদ শিকদারকে গ্রেফতার করে ডিএমপির মুগদা থানা পুলিশ।

    সিটিটিসি সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামীম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিনকে খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃত আসামি ৫ আগস্টের পর উত্তরা/খিলক্ষেত এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে নিয়মিত ঝটিকা মিছিল করে জনমনে আতংক সৃষ্টিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রপাগান্ডা প্রচার করে আসছিল।

    নিউমার্কেট থানা সূত্র জানায়, রবিবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৩:১০ ঘটিকায় নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান পরিচালনা করে আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক সান মোহাম্মদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সান মোহাম্মদ গত ১ জুলাই ২০২৫ তারিখের নিউ মার্কেট থানার বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। সে ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করা লক্ষ্যে নিউ মার্কেট থানাসহ বিভিন্ন স্থানে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

    শ্যামপুর থানা জানায়, শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ১১:০৫ ঘটিকায় শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকা থেকে সায়মন রহমানকে গ্রেফতার করা হয়।

    খিলগাঁও থানা সূত্র জানায়, রবিবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় থানা এলাকা থেকে র্যাব-৩ এর সহায়তায় মোঃ আল মামুন সরকারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন সরকার গত ৪ আগস্ট ২০২৪ খিলগাঁও থানার গোড়ান এলাকায় বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারীদের উপর হামলা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031