• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডিএসইতে নতুন জিএম (এইচআর অ্যান্ড এডমিন) হিসেবে যোগ দিলেন হাসান তারেক চৌধুরী 

     dailybangla 
    01st Jan 2026 4:53 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) হিসেবে যোগদান করেছেন মানবসম্পদ ব্যবস্থাপনায় খ্যাতিমান পেশাজীবী হাসান তারেক চৌধুরী। তিনি বৃহস্পতিবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

    ডিএসইতে যোগদানের আগে তিনি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডে হেড অব পিপল অ্যান্ড কালচার বিজনেস পার্টনারিং হিসেবে দায়িত্ব পালন করেন।

    হাসান তারেক চৌধুরী মানবসম্পদ ব্যবস্থাপনায় ২৯ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। এর মধ্যে প্রায় ২০ বছর তিনি স্বনামধন্য বহুজাতিক ও বৃহৎ দেশীয় প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান হিসেবে এইচআর কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (বাংলাদেশ), নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড, মেটলাইফ বাংলাদেশ, এসিআই লিমিটেড, এমজিএইচ গ্রুপ এবং প্রাণ-আরএফএল গ্রুপ।

    ফার্মাসিউটিক্যাল, এফএমসিজি, বীমা, শিপিং, রেস্টুরেন্ট, কৃষি ও পশুস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে মানবসম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর রয়েছে বহুমুখী অভিজ্ঞতা। মানবসম্পদ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ট্যালেন্ট অ্যাকুইজিশন, কর্মী উন্নয়ন, পারফরম্যান্স ম্যানেজমেন্ট, সাংগঠনিক উন্নয়ন, কর্মী সম্পর্ক এবং পারিশ্রমিক ও সুবিধা ব্যবস্থাপনায় তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন।

    কর্মজীবনে তিনি জেটিআই বাংলাদেশে বৃহৎ জনবল রূপান্তর প্রকল্পসহ নোভার্টিস ও অ্যালকনে একাধিক সাংগঠনিক পুনর্গঠন ও বিজনেস ট্রান্সফরমেশন প্রকল্পে নেতৃত্ব দেন। এছাড়া ২০১২ সালে মেটলাইফ সাউথ এশিয়া এবং ২০১৫–২০১৬ সালে নোভার্টিসে এইচআর রূপান্তর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদেশে নতুন প্রতিষ্ঠান (পিপল সেটআপ) গঠনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। পাকিস্তানের লাহোর ও শ্রীলঙ্কার কলম্বোতে এমজিএইচ গ্রুপের নতুন সংগঠন প্রতিষ্ঠায় তিনি নেতৃত্ব দেন।

    শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে এমএসসি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ও ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031