ডিভি লটারি বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
আর্ন্তজাতিক ডেস্ক: ব্রাউন ইউনিভার্সিটি ও এমআইটিতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনার প্রেক্ষাপটে ডাইভারসিটি ভিসা বা গ্রিন কার্ড লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। তার ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্টের নির্দেশে ইউএসসিআইএসকে কর্মসূচিটি স্থগিত করতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, হামলার সন্দেহভাজন পর্তুগালের নাগরিক ক্লাউদিও নেভেস ভালেন্তে ২০১৭ সালে ডাইভারসিটি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। পরে তিনি গ্রিন কার্ড পান।
নোয়েম বলেন, এই কর্মসূচির কারণে যেন আর কোনো আমেরিকান ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তদন্তে আরও জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি এমআইটির অধ্যাপক নুনো লুরেইরোকেও হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের অভিযানে নিউ হ্যাম্পশায়ারে তার মরদেহ উদ্ধার করা হয়, যেখানে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।
প্রসঙ্গত, ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫০ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হয়। সূত্র: বিবিসি
বিআলো/শিলি



