ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির নির্দেশ
dailybangla
09th Jul 2025 8:20 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়, প্রশাসনিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।
বিআলো/এফএইচএস