ডুমুরিয়ায় মাহিন্দ্র-লরির মুখোমুখি সংঘর্ষে কয়রার ৩ জন নিহত
মুশফিকুর রহমান,কয়রা(খুলনা): খুলনার ডুমুরিয়ায় মাহেন্দ্রা ও লরির সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।আজ শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলা সদরের পশ্চিম পাশের গোলনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।এছাড়া এ ঘটনায় থ্রি হুইলারের যাত্রীদের মধ্যে আহতদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন থ্রি হুইলারচালক কয়রার ভান্ডারপোল এলাকার বাসিন্দা আলী হোসেন গাজীর ছেলে রফিকুল গাজী (৫৬), যাত্রী কয়রা থানার ২ নম্বর কয়রার মতিউর রহমান সানার ছেলে হাফেজ মইনুল সানা(৪৫), কয়রার কুশডাঙ্গা গ্রামের নুর আলী সানার ছেলে আব্দুর রশিদ সানা (৫০)।
পুলিশ জানায়, ট্যাংকলরীটি খুলনা থেকে সাতক্ষীরার দিকে এবং থ্রি হুইলারটি যাত্রী নিয়ে কয়রা থেকে খুলনার দিকে আসছিল। ঘটনাস্থলের রাস্তা ভাঙা থাকায় থ্রি হুইলারটি ডানে মোড় নিলেই বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থ্রি হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্যাংকলরী পাশের খাদে পড়ে যায়।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনার পর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।