ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, নতুন রোগী ভর্তি ৪৯০
বিআলো ডেস্ক: দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের প্রাণ কাড়ল এডিসবাহিত এ রোগ, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৪৯০ রোগী।
চলতি বছর দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯১ জনে। এ সময়ে মোট শনাক্ত রোগী ৯৬ হাজার ৬৭ জন। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৪৯০ রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি এলাকার বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন এবং ঢাকা বিভাগের সিটি এলাকার বাইরে ৭৪ জন। ঢাকা উত্তর সিটিতে ভর্তি হয়েছেন ১০৬ জন, দক্ষিণ সিটিতে ৭৭ জন। খুলনা বিভাগে (সিটি এলাকার বাইরে) নতুন রোগী ৩৮ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ১৮ জন, রংপুরে ৫ জন এবং সিলেট বিভাগে (সিটি এলাকার বাইরে) ভর্তি হয়েছেন ৩ জন।
এ সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৬৪০ জন। ফলে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৮৩৬।
বিআলো/শিলি



