ডেঙ্গুতে বরিশালের বিপর্যয়, একদিনেই ২৬১ জন আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮৮ জন, যার মধ্যে বরিশাল বিভাগেই ২৬১ জন, যা দেশের মোট আক্রান্তের প্রায় ৯০ শতাংশ।
বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৮৮ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগেই ২৬১ জন, ঢাকা দক্ষিণে ১২, চট্টগ্রাম বিভাগে ১১, ময়মনসিংহে দুইজন এবং রাজশাহী ও ঢাকা বিভাগে একজন করে আক্রান্ত আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজারের বেশি মানুষ। তবে সম্প্রতি বরিশালে হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, যা স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
বরিশালের সিভিল সার্জন জানান, আক্রান্তদের বেশিরভাগই নগর এলাকার বাসিন্দা এবং হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে।
বিআলো/সবুজ