ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৯৫ জন
dailybangla
09th Nov 2025 6:43 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: দেশে গত এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩১৩ এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮,৫৪৩ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রামে ১৩২ জন, ঢাকা বিভাগে ২৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৫ জন, খুলনায় ১১৪ জন, ময়মনসিংহে ৫৯ জন, রাজশাহীতে ১১৩ জন ও সিলেটে ৯ জন।
মৃতদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিটি দুটি এবং বরিশাল বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১,১০৮ রোগী হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত চলতি বছর ৭৪,৮৯৩ রোগী সুস্থ হয়েছেন।
বিআলো/শিলি



