ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩
dailybangla
12th Oct 2025 6:13 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৩ জন রোগী।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত প্রতিবেদনে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
বিভাগ অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা হলো:
জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ৫৪,৫৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরের ডেঙ্গু মৃত্যু সংখ্যা ২২৯। এছাড়া গত একদিনে ৮৫৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৫১,৭৮৩ জন।
তুলনামূলকভাবে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ১,৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩,২১,১৭৯ জন। ২০২৪ সালে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের, ভর্তি সংখ্যা এক লাখ এক হাজার ২১৪।
বিআলো/শিলি