• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ অংশগ্রহণ করলেই আমরা সফল হবো: ডিএসসিসি প্রশাসক 

     dailybangla 
    19th Jul 2025 6:04 pm  |  অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি: ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) শনিবার (১৯ জুলাই) রাজধানীর নন্দীপাড়া-নাসিরাবাদ এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে।

    ডিএসসিসির অঞ্চল-৬ এর আওতাধীন ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডজুড়ে পরিচালিত এ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো. রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া।

    ভোর থেকে শুরু হওয়া অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। তাদের সঙ্গে স্থানীয় জনগণ, বিডি ক্লিন সদস্য এবং ওয়ার্ডবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে এলাকায় ড্রেন, নর্দমা, ফুটপাত পরিষ্কার করা হয় এবং মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

    সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে স্থানীয় বাসিন্দা ও বিডি ক্লিন সদস্যদের অংশগ্রহণে একটি র‍্যালিও আয়োজন করা হয়।

    সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, আমরা যদি নিজ আঙিনা পরিষ্কার রাখি, যত্রতত্র ময়লা না ফেলি, তাহলে সিটি কর্পোরেশনের কাজ অনেক সহজ হয়ে যায়। নগরবাসীর অভ্যাস বদলেই পরিচ্ছন্ন শহর ও স্বাস্থ্যবান জাতি গঠন সম্ভব।

    ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া আমরা সফল হতে পারি না। আমরা সম্মানিত নাগরিকদের দুয়ারে দুয়ারে গিয়ে সচেতনতা ছড়িয়ে দিচ্ছি। নবগঠিত ওয়ার্ডগুলোর অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

    অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, কর্পোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930