• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদফতরের নতুন নির্দেশনা 

     dailybangla 
    16th Sep 2025 8:15 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে বেড়েছে এডিস মশাবাহিত ডেঙ্গুরোগী এবং মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

    আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক জরুরি নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

    নির্দেশনায় বলা হয়েছে:

    (১) ডেঙ্গু রোগীদের জরুরি ভিত্তিতে এনএসআই পরীক্ষা করতে হবে। এনএসআই/এন্টিজেন কিটের জন্য সিএমএসডি অথবা সিডিসি সঙ্গে যোগাযোগ করতে হবে।

    (২) ভর্তি রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা (ল্যাবরেটরি ও রেডিওলজি) ২৪ ঘণ্টা হাসপাতালে করার ব্যবস্থা করতে হবে।

    (৩) সকল ওষুধ মজুদ সাপেক্ষে হাসপাতাল থেকে সরবরাহ করতে হবে।

    (৪) সকল রোগীদের একক ওয়ার্ড/কর্ণার কক্ষ/জায়গায় রাখতে হবে।

    (৫) চিকিৎসকদের সমন্বয়ে একক ও নির্দিষ্ট মেডিকেল টিম গঠন করতে হবে যারা শুধুমাত্র সকল ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করবেন।

    (৬) বহির্বিভাগে একটি কক্ষ নিশ্চিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীর জন্য নির্ধারণ করতে হবে।

    (৭) আইসিইউতে ভর্তি ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার দিতে হবে।

    (৮) মৃত্যুর সংক্ষিপ্ত তথ্য ৬ ঘণ্টার মধ্যে হাসপাতাল পরিচালক ও পরিচালককে (হাসপাতাল, সিডিসি) মোবাইল
    ম্যাসেজ এবং ই-মেইলের মাধ্যমে জানাতে হবে।

    (৯) হাসপাতাল পরিচালক, মেয়র (সিটি করপোরেশন/ পৌরসভা) বরাবর হাসপাতালের চারপাশে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য পত্র দিতে হবে।

    (১০) প্রতি শনিবার সকালে পরিচালকের সভাপতিত্বে ডেঙ্গু সমন্বয় সভা করতে হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

    (১১) অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল প্রয়োজনে এ নির্দেশনা বাস্তবায়ন করতে পারবেন। এতে মহাপরিচালকের অনুমোদন আছে।

    উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৫ জন। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930