ডেমরায় ডিবি-ওয়ারীর অভিযানে ১২৩ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ৫
মো. খালেক: রাজধানীর ডেমরা ও শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ১২৩টি চোরাই মোবাইল ফোনসহ মোবাইল চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাছির সরকার (৩৮), মোঃ ইকবাল হোসেন (৫০), আব্দুল রাড়ী (৩৭), মোঃ আব্দুল কাদের (৫০) ও মোঃ মনির হোসেন (৩২)।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ডেমরার সুন্না টেংরা ও রাত সাড়ে ৮টায় শাহবাগে নগর ভবনের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২৩টি চোরাই মোবাইল। অভিযানের সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে যে, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ছিনতাই ও চুরি হওয়া মোবাইল সংগ্রহ করে রাজধানীতে এনে বিক্রি করত।
ডিবির ওয়ারী বিভাগ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিআলো/তুরাগ