ডেমরায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত
dailybangla
12th Dec 2025 10:27 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: রাজধানীর ডেমরায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ইরাম রেদওয়ান (২৫) ও তপু আহমেদ (২৫) নামে দুজনকে গুরুতর অবস্থায় ঢামেকে নেওয়া হলে সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিআলো/শিলি



