• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ড্যাপের বিধিমালা সংশোধন চান ঢাকা শহরের ভূমি-মালিকরা 

     dailybangla 
    08th Dec 2024 7:42 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক প্রতিবেদক: বিগত সরকারের তৈরি করা ড্যাপের বিধিমালা সংশোধনের জোরালো দাবি জানিয়েছেন ঢাকা শহরের ক্ষতিগ্রস্থ ভূমি মালিকরা।

    আজ ৮ ডিসেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড্যাপের কারণে ক্ষতিগ্রস্থ ঢাকা শহরের ভূমি-মালিকরা সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ড্যাপের কারণে ক্ষতিগ্রস্থ ঢাকা শহরের ভূমি-মালিকদের সমন্বয়ক প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ। তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে উদ্দেশ্য প্রনোদিতভাবে ও নিজেদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে স্বৈরাচরী দলের দোসর ও রাজউকের কতিপয় দূর্নীতিগ্রস্থ কর্মকর্তাবৃন্দের ছত্রছায়ায় ঢাকা শহরের বহুবিধ সমস্যাকে পাশ কাটিয়ে একমাত্র ভবন নির্মাণের বিষয়টিকে প্রাধান্য দিয়ে ড্যাপ ২০২২-২০৩৫ প্রনয়ণ করা হয়। যা ঢাকা শহরের নাগরিকদের মধ্যে বিশাল বৈষম্য সৃষ্টি করেছে।

    সংবাদ সম্মেলনে বলা হয়, ড্যাপে ঢাকা শহরের মাত্র ২০ শতাংশ পরিকল্পিত এরিয়ায় সু-উচ্চ ভবন নির্মাণের ব্যবস্থা রেখে অবশিষ্ট ৮০% এরিয়াকে অপরিকল্পিত এরিয়ার ট্যাগ দিয়ে ভবনের উচ্চতা ও আয়তন হ্রাস করে দেওয়া হয় যাহাতে ঢাকা শহরের প্রকৃত ভূমি মালিকগণ কোনভাবেই ভবন নির্মাণ করিতে না পারে। যাহার ফলশ্রুতিতে আমরা নগরবাসী নতুন করে কোন ভবন নির্মাণ করিতে গেলে দেখতে পাচ্ছি যে একই পরিমাণ জমিতে আগে যেখানে ১০ তলা ভবন হতো এবং যে আয়তন পাওয়া যেত এখন সেখানে ৫ তলা ভবন ও অর্ধেক আয়তন পাওয়া যাচ্ছে, এতে আমরা ব্যাপক ক্ষতি ও চরম বৈষম্যের সম্মুখীন হচ্ছি। এতে আমাদেরকে (ঢাকা শহরের প্রকৃত ভূমি মালিকবৃন্দ কে) ঢাকা শহরের বাহিরে বের করে দেওয়ার সুক্ষ পরিকল্পনা করা হয়েছে।

    সংবাদ আরও সম্মেলনে বলা হয়, একই পরিমাণ জমিতে পূর্বে ১০ তলা হলে এখন ৫ তলা হবে এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়, যদি এটা করতেই হয় তাহলে পূর্বের নির্মিত ১০ তলা বা ততোধিক ভবন ভেঙ্গে সব ৫ তলায় রুপান্তরিত করতে হবে, অতঃপর ড্যাপ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হউক।

    বৈষম্যহীন ড্যাপ সংশোধন না করলে ঢাকার জমির মালিকরা একের পর এক কর্মসূচী দিযে যাবে বলে হুশিয়ারি দেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে ৭ দফা দাবি তুলে ধরা হয়।

    দাবীগুলো হলোঃ

    ১। ঢাকা শহরের সকল এরিয়ায় ২০০৮ সালের বিধিমালা মোতাবেক ভবন নির্মাণের অনুমতি প্রদান করিতে হবে।
    ২। ২০০৮ এর বিধি অনুসারে রাস্তা অনুযায়ি যেখানে যততলা পাওয়া যেত, তত তলা অনুমোদন দিতে হবে।
    ৩। ঢাকা শহরের সকল রাস্তাকে কমপক্ষে ২০ফিটে উন্নীত করতে হবে।
    ৪। জলাশয়, খাল-বিল, নদী-নালা ভরাট বন্দ করতে হবে।
    ৫। ধানী জমিতে ভবন নির্মাণের অনুমতি প্রদান বন্ধ করতে হবে।
    ৬। নির্মাণ অনুমোদন সহজিকরন করতে হবে।
    ৭। রাজউকের হয়রানী বন্ধ করতে হবে।

    সংবাদ সম্মেলনের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে অন্তর্র্বতীকালীন সরকার বাংলাদেশের সকল বৈষম্যমূলক কাজের অবসান করে আগামী দিনে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও বৈষম্য মুক্ত দেশে রূপান্তরিত করবে এমন আশাবাদ ব্যক্ত করা হয়।

    সংবাদ সম্মেলনে ড্যাপের কারণে ক্ষতিগ্রস্থ ঢাকা শহরের বিভিন্ন এরিয়ার ভূমি-মালিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে কো সমন্বয়ক মোঃ হুমায়ন কবির শিমুল, কে এম এজাজ মাহমুদ, সৈয়দা আফসারুন নাহার, মোঃ তানভিরুল ইসলাম ও মো আবুল হোসেন প্রমুখ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930