ড্রেসিংরুমে পরিবর্তনের কথা জানালেন তানজিদ তামিম
dailybangla
09th Dec 2025 4:12 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: দলের ড্রেসিংরুমে জুনিয়রদের অংশগ্রহণ কম, সাকিবের এমন মন্তব্যকে সঠিক বলে মনে করছেন তরুণ ওপেনার তানজিদ তামিম।
এক পডকাস্টে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের সংস্কৃতি নিয়ে সাকিব আল হাসান যে মন্তব্য করেছিলেন, সেটিকে যথাযথ বলেছেন তানজিদ তামিম। তার মতে, এখন দলীয় সভায় কোচিং স্টাফরা সবাইকে মতামত দিতে উৎসাহিত করছেন।
তিনি জানান, সিনিয়র-জুনিয়র নির্বিশেষে সবাই কথা বলার সুযোগ পাচ্ছেন। এতে দলের ভেতরে ইতিবাচক একটি পরিবর্তন দেখা যাচ্ছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব ও মাহমুদউল্লাহর সঙ্গে ড্রেসিংরুম ভাগ করা তানজিদ জানান, আগের তুলনায় অনেক কিছু বদলেছে।
সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ হলেও লাল বলেও সুযোগ পাওয়ার আশা ব্যক্ত করেন ২৫ বছর বয়সি ব্যাটার।
বিআলো/শিলি



