ড্রোন শক্তি বাড়াচ্ছে ভারত, ৮৫০টি ড্রোন কেনার সিদ্ধান্ত
dailybangla
23rd Dec 2025 3:02 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: যুদ্ধক্ষেত্রে আধুনিক সক্ষমতা বাড়াতে প্রায় ২ হাজার কোটি রুপি ব্যয়ে ৮৫০টি কামিকাজি ড্রোন কেনার পথে হাঁটছে ভারতীয় সেনাবাহিনী।
প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে, ড্রোন ক্রয়ের প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। চলতি মাসের শেষ দিকে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের বৈঠকে এটি অনুমোদন পেতে পারে।
ভারতের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে সেনাবাহিনীর প্রতিটি পদাতিক ব্যাটালিয়নে একটি করে ‘অশনি প্লাটুন’ গঠন করা হবে। এসব ইউনিট শত্রু অবস্থান শনাক্ত ও নির্ভুল হামলায় ড্রোন ব্যবহার করবে।
সেনা কর্মকর্তারা জানান, ‘অপারেশন সিঁদুর’-এ ড্রোনের কার্যকারিতা ব্যাপকভাবে প্রমাণিত হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই সেনা, নৌ ও বিমান বাহিনীর ড্রোন সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআলো/শিলি



