ড. আসিফ নজরুলের সঙ্গে বায়রা সদস্যদের গুরুত্বপূর্ণ সভা
মো. ইব্রাহীম হোসেন: বিদেশে জনশক্তি প্রেরণে বায়রা সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, মন্ত্রণালয়ের সচিব ও বিএমইটি মহাপরিচালকের সঙ্গে বায়রার নেতৃবিন্দের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বায়রার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রিক্রুটিং এজেন্সি শ্রেণি বিভাগ বিষয়ে উপদেষ্টা ড. আসিফ নজরুল বায়রার সদস্যদের বিস্তারিত বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং তিনি জানান, যে প্রক্রিয়ায় শ্রেণি বিভাগ করার সিদ্ধান্ত ছিল তাহা বায়রা সদস্য/সকল রিক্রুটিং এজেন্সি মালিক দ্বিমত পোষণ করায় এ প্রক্রিয়া স্থগিত করেন। সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের দুইজন ও বায়রার দুইজন প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটি পর্যালোচনা করেন যা পরবর্তী সিন্ধান্ত গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।
মালোশিয়া শ্রম বাজার সিন্ডিকেটের বিষয়ে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, মালোশিয়া শ্রম বাজার আর কোনভাবে সিন্ডিকেট করতে দেওয়া হবে না বরং অতীতে যারা সিন্ডিকেট করেছে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মালয়েশিয়া মেডিক্যাল সিন্ডিকেটের বিষয় উপদেষ্টা আরো বলেন, আর কোন নিদিষ্ট মেডিক্যাল সেন্টার নয়, ৩০০০ টাকা মেডিক্যাল ফি দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় অনুমোদিত সকল মেডিক্যাল সেন্টার মেডিক্যাল করতে পারবেন। রিক্রুটিং লাইসেন্সের জামানতের এফ ডি আর এর লভ্যাংশর যাতে রিক্রুটিং লাইসেন্সের মালিকদের অনুকূলে থাকে সে বিষয় মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন ড. আসিফ নজরুল।
সৌদি শ্রম বাজারে সকল রিক্রুটিং এজেন্সি যাতে ব্যবসা করতে পারেন সে বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সৌদি এম্বেসিতে সকল লাইসেন্স অনুমোদনের ব্যবস্থা করবেন বলে বায়রার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামসহ সদস্যবৃন্দদের আস্বস্ত করেন।
এ সময় বায়রা নির্বাচন বিষয়ে উপদেষ্টা বলেন, বায়রায় প্রশাসকের মাধ্যমে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে একটি কমিটি নিয়ে আসুন এ বিষয় সচিবকে প্রশাসক নিয়োগের বিষয় সহযোগিতা করতে বলেন। এছাড়া আরো বিবিধ বিষয় আলোচনা করা হয় উক্ত সভায়।
সভায় উপস্থিত ছিলেন বায়রা সদস্যদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বায়রার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম, ঢাকা জেলা বিএনপি সভাপতি ও খন্দকার ওভারসিজের মালিক খন্দকার আবু আশফাক, মোয়াজ্জেম হোসেন, মোস্তফা মাহমুদ, নুরুল আমিন, ফজলুল মতিন তৌহিদ, আলহাজ্ব আব্দুল মতিন, বায়রা সাংস্কৃতিক সম্পাদক রেহেনা পারভিন, কামাল উদ্দিন দিলু, রেজাউল করিম শিমুল, আজাদুর রহমান, মোহাম্মদ জহির ও বায়রার সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক।
সুত্র জানায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কারণে পূর্ব নির্ধারিত ১৪ অক্টোবর সোমবার বায়রার মানববন্ধন কর্মসূচি আপাতত স্থগিত করা হলো।
বিআলো/তুরাগ