ড. কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টা ইউনূসের শোক
নিজস্ব প্রতিবেদক: সাবেক মুখ্য সচিব, বিশিষ্ট প্রশাসক ও গবেষক ড. কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শোকবার্তায় তিনি বলেন, ড. সিদ্দিকী ছিলেন প্রশাসন ও উন্নয়নচিন্তার এক উজ্জ্বল নক্ষত্র, যিনি সততা, দক্ষতা ও দূরদৃষ্টির মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামোকে আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
প্রফেসর ইউনূস জানান, ড. সিদ্দিকী ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু ও পরামর্শদাতা। দেশের ভবিষ্যৎ, প্রশাসনিক সংস্কার ও বৈশ্বিক অভিজ্ঞতা নিয়ে তাদের মধ্যে প্রায়ই আলোচনা হত। তিনি বলেন, “একজন নীতিবান ও দেশপ্রেমিক মানুষকে হারালাম।”
প্রধান উপদেষ্টা বলেন, বৈরি রাজনৈতিক পরিস্থিতিতে তাকে বহুবার দেশ ছাড়তে বাধ্য করা হয় এবং অন্যায় মামলার মুখোমুখি হতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। তবুও তিনি কখনো নীতিচ্যুত হননি।
রসায়নে পড়াশোনা করেও অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন ও গবেষণায় নিজেকে প্রতিষ্ঠিত করা ড. সিদ্দিকীর বহুমাত্রিক প্রতিভার প্রমাণ- মন্তব্য করেন ইউনূস। তার তিন খণ্ডের আত্মজীবনী বাংলাদেশের সমাজ, রাষ্ট্র ও প্রশাসনের মূল্যবান দলিল হিসেবেই থাকবে বলে তিনি উল্লেখ করেন।
ড. ইউনূস মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিআলো/শিলি



