• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকাই সিনেমার বর্ষীয়ান চলচ্চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চুর জানাযা অনুষ্ঠিত 

     dailybangla 
    07th Jan 2026 11:43 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান ও বর্ষীয়ান চলচ্চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু’র জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।

    চলচ্চিত্র অঙ্গনের সর্বস্তরের মানুষ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা জানাযায় অংশগ্রহণ করে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় তাঁর স্মৃতিচারণ করেন অনেকে। চলচ্চিত্র জগতে অভিভাবকতুল্য এই মানুষটি সবার কাছে ছিলেন অত্যন্ত প্রিয় ও সম্মানিত।

    জানাযা শেষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও
    দৈনিক আজকালের কণ্ঠ-এর পক্ষ থেকে মরহুম আব্দুল লতিফ বাচ্চুর আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

    শোকসভায় বক্তারা বলেন, দল-মত নির্বিশেষে প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। সবাইকে মরহুম বাচ্চু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031