• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকায় আসছেন টিআই চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ 

     dailybangla 
    01st Sep 2025 7:10 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)–এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ তিন দিনের সফরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। ২০২৩ সালে টিআইয়ের চেয়ার নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

    সোমবার (১ সেপ্টেম্বর) টিআইবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বৈশ্বিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ই এ সফরের মূল লক্ষ্য।

    সফরে তিনি টিআইবির কর্মী, দেশের ৪৫টি অঞ্চলে স্বেচ্ছাসেবাভিত্তিক সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ৬৫টি ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

    টিআই পরিচালনা পর্ষদের চেয়ার নির্বাচিত হওয়ার পর এটি ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁর প্রথম বাংলাদেশ সফর। একশটিরও বেশি দেশের জাতীয় অধ্যায়ের মাধ্যমে কর্মরত বৈশ্বিক দুর্নীতিবিরোধী নেটওয়ার্ক টিআই-এর অন্যতম সক্রিয় অধ্যায় হলো টিআইবি, যার আমন্ত্রণেই তিনি বাংলাদেশে আসছেন।

    টিআইবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার সফরের মূল উদ্দেশ্য হলো দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বৈশ্বিক এবং জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়। এ সময় তিনি টিআইবির কার্যক্রম, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নেবেন।

    তিন দিনের সফরে ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ টিআইবির কর্মী, দেশের ৪৫টি অঞ্চলে টিআইবি-উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি এবং তরুণদের প্ল্যাটফরম ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)-এর নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া তিনি সরকারি-বেসরকারি পর্যায়ের অংশীজন, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

    খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষক ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ ২০১৯ সাল থেকে টিআই আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত আছেন। এর আগে ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি টিআই-ফ্রান্সের বোর্ডে থেকে অবৈধ অর্থপ্রবাহ ও পাচার নিয়ে কাজ করেছেন। তার নেতৃত্বেই টিআই সেক্রেটারিয়েটের উদ্যোগে জি-২০ পর্যায়ে আর্থিক নিয়ন্ত্রণ ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কার্যক্রম শুরু হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930