ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী, বসছে দুই দেশের জেইসি বৈঠক
কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠকে যোগ দিতে আজ রবিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। আগামী ২৭ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিত হবে এ বৈঠক।
সূত্র জানিয়েছে, বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, আর্থিক সেবা, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় আলোচনা হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষে থাকবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। আগে বৈঠকে পাকিস্তানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
তিন দিনের সফরে ঢাকায় অবস্থানকালে আলী পারভেজ মালিক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে সর্বশেষ জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়। দীর্ঘ ১৯ বছর পর পুনরায় এ বৈঠক হতে যাচ্ছে। এদিকে, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ২৮ অক্টোবর ইসলামাবাদে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নেবেন।
বিআলো/শিলি



