ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বুধবার সকাল ৬টার পর থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই সঙ্গে ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজ দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির। এতে করে দিনের তাপমাত্রাও খানিকটা কমতে পারে।
বুধবার (১৩ আগস্ট) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আশঙ্কার কথা জানান।
তিনি জানান, ঢাকা শহরের ওপরে বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে। ঢাকা শহরসহ এর চার পাশের সব জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল থেকে দুপুর ১২টার মধ্যে। ঢাকা শহরের ওপর বৃষ্টি ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।
এদিকে, সাত সকালে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠা জনজীবনে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। বৃষ্টির পাশাপাশি আকাশে জমেছে কালো মেঘ।
বিআলো/শিলি