ঢাকায় জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌহার্দ্যপূর্ণ বৈঠক
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রোববার জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক করেন। বৈঠকটি বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রাষ্ট্রদূত ড. লোটজ আমিরের স্বাস্থ্যখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা চাওয়া হয়।
দুই পক্ষ বাংলাদেশের নারী অধিকার, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা এবং টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি