ঢাকায় দাউদকান্দি যুব ফোরামের আয়োজনে দেশনেত্রী খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ
নিজস্ব প্রতিবেদক: দাউদকান্দি যুব ফোরামের উদ্যোগে সদ্য প্রয়াত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইডিইবি) প্রাঙ্গণে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
এ সময় তিনি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনন্দের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভুইয়া। এছাড়াও বিএনপি ও জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের স্থিতিশীলতার জন্য বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানটি ১৮ জানুয়ারি ২০২৬ ইং, রবিবার ঢাকাস্থ আইডিইবি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিআলো/তুরাগ



