ঢাকায় নাশকতা পরিকল্পনা ভেস্তে দিল ডিবি, আটক ২৫
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ। একই তথ্য ডিএমপির নিজস্ব সংবাদমাধ্যম ডিএমপি নিউজ–এও প্রকাশ করা হয়েছে।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এই ২৫ জনকে গ্রেফতার করে। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন, রাজধানীতে ঝটিকা মিছিল ও বিভিন্ন কৌশলে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর পরিকল্পনা করছিলেন। তাদের পরিকল্পনায় ছিল ১০ থেকে ১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে দলীয় স্লোগান-সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে উসকানিমূলক পরিস্থিতি তৈরি করা।
ডিবির নয়টি বিভাগের মধ্যে—মিরপুর থেকে ৩ জন, রমনা থেকে ৩ জন, সাইবার সিকিউরিটি বিভাগ থেকে ২ জন, মতিঝিল থেকে ৪ জন, ওয়ারী থেকে ৫ জন, উত্তরা থেকে ২ জন, তেজগাঁও থেকে ২ জন, লালবাগ থেকে ৩ জন এবং গুলশান বিভাগ থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির একাধিক সূত্র জানায়, নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে রাজধানীতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিআলো/শিলি



