ঢাকায় প্রায় ৮৫ লাখ ভোটার, পুরুষ ভোটারই বেশি
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮৫ লাখ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটার ৮৪ লাখ ৭৪ হাজার ৯৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ লাখ ৫১ হাজার ৪৫০ জন, নারী ভোটার ৪১ লাখ ২৩ হাজার ৪২১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১৪ জন।
২০টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ঢাকা-১৯ আসনে। এই আসনে মোট ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৯০৬ জন, নারী ভোটার ৩ লাখ ৬৭ হাজার ১৫১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন।
ভোটার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা-২০ ছাড়া বাকি ১৯টি আসনেই নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি। ঢাকা-২০ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এখানে নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
ঢাকা-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ১৪০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৬ হাজার ৫০ জন, নারী ২ লাখ ৬৯ হাজার ৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। ঢাকা-২ আসনে ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। এখানে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৯০৮ জন, নারী ভোটার ২ লাখ ১ হাজার ২৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৯ জন।
ঢাকা-৩ থেকে ঢাকা-১৮ পর্যন্ত প্রতিটি আসনেই পুরুষ ভোটার সংখ্যায় এগিয়ে। এর মধ্যে ঢাকা-১৮ আসনে ভোটার সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন, যা দ্বিতীয় সর্বোচ্চ।
এদিকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ভোটারদের দ্রুত ব্যালট পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, নির্ধারিত সময়ের পর পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার মধ্যে রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পৌঁছাতে হবে।
সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কয়েদি ও বিদেশে অবস্থানরত প্রবাসীরা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এ জন্য ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
বিআলো/শিলি



