ঢাকায় বিএনপি নেতাদের আলোচনায় ১০ দেশের কূটনীতিকের উপস্থিতি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় দেশের অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক সম্পর্ক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতা, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, যুক্তরাজ্য ও বিশ্বব্যাংকসহ ১০ দেশের কূটনীতিক ও প্রতিনিধির উপস্থিতি তাৎপর্য সৃষ্টি করেছে।
আলোচনায় বক্তব্য দেন অর্থনীতিবিদ ড. রাশেদ তিতুমীর, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দা ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপদেষ্টা ড. মাহদি আমিন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, অ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল এবং ইসরাফিল খসরু।
বক্তারা বলেন, রাজনৈতিক অস্থিরতা ও নীতি-অব্যবস্থাপনার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।
কূটনীতিকদের উপস্থিতিকে বিএনপি নেতারা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিবিড় নজরদারির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের অনুষ্ঠানে কূটনীতিকদের অংশগ্রহণ আসন্ন রাজনৈতিক প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
বিআলো/এফএইচএস