ঢাকায় মেডিকেল শিক্ষার্থীদের ফ্ল্যাগশিপ ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: দেশের সর্ববৃহৎ চিকিৎসা শিক্ষার্থী সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) আয়োজিত ফ্ল্যাগশিপ ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি আজ সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে দেশের ৮০টি মেডিকেল কলেজ থেকে সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের সিনিয়র অ্যাডভাইজার মুজাহেরুল হক, আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরিন, সিসিআইসি এডুকেশন অ্যান্ড এইচআর সার্ভিসেসের পরিচালক মোহাম্মদ সালেহ, এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের প্রধান প্রফেসর ডা. এবিএম আলাউদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর মোহাম্মদ মাসুম ইকবাল।
শিক্ষার্থীদের অভিমত অনুযায়ী, এই আয়োজন চিকিৎসা শিক্ষা ও জনস্বাস্থ্যের উন্নয়নে এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বিআলো/তুরাগ