ঢাকায় শীতের প্রকোপ বাড়ছে, সর্বনিম্ন ১৫.৬ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় ধীরে ধীরে শীতের অনুভূতি জোরালো হচ্ছে। বুধবার সকালে ঢাকায় চলতি মৌসুমের অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়া রাজধানীতে আজ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোর ও সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আবহাওয়া অফিস জানায়, বুধবার সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। মঙ্গলবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কিছু এলাকায় ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। তবে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিআলো/শিলি



