• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকায় ৪৪ খাস পুকুর ও জলাশয় সংস্কার প্রকল্পের উদ্বোধন 

     dailybangla 
    15th Nov 2025 2:50 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরী ও জেলার ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    শনিবার দুপুরে কেরানীগঞ্জের দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন,

    “জাতীয় সম্পদ হিসেবে খাস পুকুর ও জলাশয় রক্ষা করা আমাদের দায়িত্ব। ঢাকা মহানগরী ও জেলায় মোট ১১৩টি খাস পুকুর রয়েছে। প্রথম ধাপে ৪৪টি জলাশয় সংস্কারের কাজ শুরু করা হয়েছে।”

    সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা

    উদ্দেশ্যগুলোতে অন্তর্ভুক্ত থাকবে—

    • সীমানা নির্ধারণ ও সীমানা পিলার স্থাপন

    • অবৈধ দখল উচ্ছেদ

    • পুনঃখনন ও পাড়বাঁধাই

    • পানি প্রতিস্থাপন ও দূষণমুক্তকরণ

    • ঘাট নির্মাণ, ওয়াকওয়ে ও বেঞ্চ স্থাপন

    • বৃক্ষরোপণ

    উপদেষ্টা জানান, এ প্রকল্প বাস্তবায়নের ফলে জলাবদ্ধতা নিরসন, বৃষ্টির পানি সংরক্ষণ, মৎস্যচাষ সম্প্রসারণ, বাফার জোন সৃষ্টি এবং নগরবাসীর জন্য পরিবেশবান্ধব বিনোদনকেন্দ্র তৈরির সুযোগ সৃষ্টি হবে।

    তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রাকৃতিক জলাধার সংরক্ষণ জরুরি। ঢাকার অধিকাংশ জলাশয় দখল, ভরাট ও দূষণের চাপের মুখে রয়েছে। জেলা প্রশাসনকে বাকি জলাশয়গুলোর তালিকা তৈরি করে ধাপে ধাপে পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবী ও স্থানীয় জনগণকেও প্রকল্প বাস্তবায়নে যুক্ত করা হবে।”

    উপদেষ্টা পলিথিন ব্যবহারের প্রতি সতর্কবার্তা দেন। তিনি বলেন, পলিথিন দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। সরকারি নজরদারি ও জনসচেতনতার কারণে সুপারশপগুলো এখন পলিথিন ব্যাগ ব্যবহার কমিয়েছে। পরিবেশ রক্ষায় নাগরিক দায়িত্ববোধ অত্যন্ত জরুরি।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া।

    উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা আশা প্রকাশ করেন, প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার জলাধারগুলো স্বাভাবিক ধারণক্ষমতা ফিরে পাবে এবং শহরকে জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনায় সহায়তা করবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930