ঢাকার উৎসবে ফারিণের ‘ফাতিমা’
বিনোদন ডেস্ক: বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক, ওটিটির পাশাপাশি সিনেমায়ও অভিনয় করছেন তিনি। অভিনয় দিয়ে মানুষের মন কেড়ে নিচ্ছেন এই অভিনেত্রী। ২০২২ সালে কলকাতায় ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ফারিণের।
তবে, এর অনেক আগেই সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে, ‘ফাতিমা’ নামের সিনেমাটি মুক্তি পায় গত বছর অর্থাৎ ২০২৪ সালে। সে হিসেবে ফাতিমা-ই ফারিণের ক্যারিয়ারের প্রথম সিনেমা। ফাতিমা সিনেমাটি পরিচালনা করেছিলেন ধ্রুব হাসান। মুক্তির আগেই বিদেশের বেশ কিছু উৎসবে প্রকাশ করা হয় সিনেমাটি।
সেসব উৎসবে সবার মন কাড়ে ফাতিমা। নিয়ে আসে বিভিন্ন পুরস্কারও। এবার ফারিণের ফাতিমা দেখা গেল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটি প্রদর্শিত হয়। এ বিষয়ে ফারিণ বলেন, বিদেশে কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে এবার দেশের উৎসবে সিনেমাটি প্রদর্শিত হলো।
দর্শকদের প্রতি অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, আপনারা সিনেমাটি দেখুন, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে।
বিআলো/শিলি