ঢাকার শাহজালাল বিমানবন্দরে টানা বর্ষণে জলাবদ্ধতার ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় টানা বর্ষণের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতার কারণে টার্মিনালে ঢোকা ও বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি এবং সিএনজি যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে। যাত্রীদের ভোগান্তি সামলাতে অনেক যানবাহন আন্তর্জাতিক টার্মিনালের পার্কিং এলাকা ঘুরে যেতে বাধ্য হয়েছে। এতে বিমানবন্দর এলাকায় যানবাহনের চাপও বেড়েছে।
অভ্যন্তরীণ টার্মিনালের সড়কের পাশে আশকোনা হজ ক্যাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত টানেলের কাজ চলার কারণে বৃষ্টির পানি অপসারণের লাইনগুলো বন্ধ রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশল দপ্তর সূত্র জানায়, তাই ভারী বর্ষণের সময় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক বিমানবন্দর এলাকার জলাবদ্ধতা সমাধানের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করার উদ্যোগ নিয়েছিলেন। তবে, এখনো জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়েনি। ডিএনসিসি জানিয়েছে, বিমানবন্দর এলাকাসহ বেশ কিছু জলাবদ্ধ এলাকা চিহ্নিত করা হয়েছে এবং এসব স্থানে কাজ চলছে।
বিআলো/এফএইচএস