• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি পলাশ, সম্পাদক পলি 

     dailybangla 
    01st Aug 2025 11:39 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ঝিনাইদহ জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঝিনাইদহ সাংবাদিক ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

    নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তর পত্রিকার জ্যেষ্ঠ সহ-সম্পাদক শাহনাজ বেগম পলি।

    শুক্রবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

    দুই বছর মেয়াদি এ আংশিক কমিটিতে আরও দায়িত্বপ্রাপ্তরা হলেন:

    সহ-সভাপতি: মো. কবির হোসেন (দৈনিক কালবেলা)

    যুগ্ম সম্পাদক: মো. জিয়াউর রহমান (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস)

    সাংগঠনিক সম্পাদক: শাহনেওয়াজ খান সুমন (কালবেলা)

    কোষাধ্যক্ষ: মো. মাসুম বিল্লাহ (দেশ রূপান্তর)

    দফতর সম্পাদক: মো. রুবেল পারভেজ (এখন টিভি)

    নারী সম্পাদক: ফারহানা তাহের তিথি (খবরের কাগজ)

    কার্যনির্বাহী সদস্য: জাহিদ হোসেন বিপ্লব (বাংলাদেশ মনিটর)

    সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হবে।

    সাধারণ সভার শুরুতে বিদায়ী সভাপতি কাজী আবদুল হান্নান পদত্যাগ করেন। এরপর সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম সভার সভাপতিত্ব করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক মুন্সী আবদুল মান্নান, খায়রুল আলম বকুল ও সাহানোয়ার সাইদ শাহীন।

    ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি পারস্পরিক সহযোগিতা, পেশাগত উৎকর্ষ এবং নিজ জেলার উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ঢাকায় অবস্থানরত ঝিনাইদহ জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031