• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীন বরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন 

     dailybangla 
    19th Oct 2025 12:57 pm  |  অনলাইন সংস্করণ

    সালাম মাহমুদ: রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হলো ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম-এর ২০২৫-২৬ সেশনের নবীন বরণ ও ২০২৪-২৫ সেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আনন্দমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কৃতি শিক্ষার্থীদের সম্মান জানান।

    অনুষ্ঠানে লক্ষ্মীপুর থেকে ঢাকায় আগত নবীন শিক্ষার্থীসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এ আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন দেশের বিভিন্ন সেক্টরে সাফল্যমন্ডিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ এবং সংগঠনের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মুহাম্মদ কামরুল হাসান (যুগ্ম সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ), মোঃ ইকবাল হোসেন (ডি আই জি, বাংলাদেশ পুলিশ), মোঃ ইকবাল হোসাইন চৌধুরী (ম্যানেজিং ডিরেক্টর, জে সি এক্স ডেভেলপমেন্ট লিঃ), মোহাম্মদ বিলাল হোসাইন (অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মাহমুদুর রহমান (ডি এম ডি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি), মুহাম্মদ কামাল হাছান (অতিরিক্ত রেজিস্টার, জাতীয় বিশ্ববিদ্যালয়), মোহাম্মদ সোলাইমান (এম ডি, এস এম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিঃ), মুহাম্মদ আব্দুল কাদের (সিইও, কাদের এন্ড অ্যাসোসিয়েটস), আহমদ নাছের কাওছার (সিইও, ক্রেবসোল লিঃ), এ্যাড. মোঃ হিমেল অর রশিদ ভূঁইয়া (প্রতিষ্ঠাতা সভাপতি) ও এ্যাড. মু মাহীর আসহাব (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক)।

    ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সভাপতি রিফাত রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, যৌথ সঞ্চালনায় ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানিম সাইফ রুহান ও বর্তমান সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

    অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম শুধু আঞ্চলিক বন্ধন নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মূল্যবোধ চর্চা ও নেতৃত্ব বিকাশের এক উজ্জ্বল ক্ষেত্র।”

    তারা নবীনদের জন্য শিক্ষামূলক ও প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন, যা তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। নবীন শিক্ষার্থীরা জানান, তারা এই সংগঠনের অংশ হতে পেরে গর্বিত এবং আন্তরিক অভ্যর্থনা তাদের মনে ফোরামটির জন্য বিশেষ স্থান করে দিয়েছে।

    অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক, সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031