ঢাকা-চট্টগ্রামে ৯ হাজার সিএনজি বরাদ্দের দাবি, মামলার হয়রানি বন্ধের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৯ হাজার ফোর-স্ট্রোক সিএনজি অটোরিকশার বরাদ্দ দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন। সেই সঙ্গে শ্রম আইন সংশোধন, মামলা হয়রানি বন্ধ এবং পুলিশি নিপীড়ন থেকে রেহাই চেয়েছেন তারা।
২৭ জুলাই (রবিবার) সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, ঢাকা মেট্রোপলিটন অটো-টেম্পো ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার মিয়া, চট্টগ্রাম জেলা সভাপতি মো. ইউসুফ আলী, মহানগর কার্যকরী সভাপতি মো. জহিরউদ্দিন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ শেখ মো. মোজাম্মেল হক বাবু, কবির হোসেন মন্টু, সোরহাব হোসেন, ওহিদ প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সদরুল হাসান।
নেতারা বলেন, বাংলাদেশ ব্যাংকে চালান জমা দেওয়ার পরও আমলাতান্ত্রিক জটিলতায় চালকদের নামে ৯ হাজার সিএনজি বরাদ্দ এখনও পাওয়া যায়নি। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় চালক-মালিক-সরকার ত্রিপক্ষীয় চুক্তিতে সিএনজি বরাদ্দের সিদ্ধান্ত হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। বিআরটিএ কিছুটা উদ্যোগ নিলেও আন্তরিকতার অভাব রয়েছে। চট্টগ্রামে বরাদ্দ কার্যক্রম সম্পূর্ণ থেমে আছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা মামলার হয়রানি ও পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন, একজন বৈধ চালক হিসেবে শহরে গাড়ি চালানোর সুযোগ পাওয়া তাদের অধিকার, কিন্তু তা থেকে তারা বঞ্চিত। অবিলম্বে মামলার হাত থেকে রেহাই ও বরাদ্দ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিআলো/তুরাগ