• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা জেলায় নবাগত পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ 

     dailybangla 
    01st Jan 2026 5:08 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মিজানুর রহমান। শনিবার (২৯ নভেম্বর) সকালে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খায়রুল আলম।

    দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ইউনিট ইনচার্জদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিত হন। এ সময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং চলমান কার্যক্রম পর্যালোচনা করেন।

    পরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পেশাদারিত্ব, জবাবদিহিতা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সততা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই।

    সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)সহ সার্কেল অফিসার, বিভিন্ন থানার ওসি, ইউনিট ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, বিদায়ী পুলিশ সুপার আনিসুজ্জামানের স্থলাভিষিক্ত হিসেবে মোঃ মিজানুর রহমান ঢাকা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031