• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশ প্রধান 

     dailybangla 
    05th Jun 2025 4:42 am  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশ প্রধান। ৪ জুন বুধবার দুপুর সাড়ে ১২ টায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ প্রধান, অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা।

    এসময় হাইওয়ে পুলিশের ডিআইজি; অ্যাডিশনাল ডিআইজি; ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি; পুলিশ সুপার, গাজীপুর রিজিয়ন; পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুর জেলা; হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের সার্কেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, এবারের ঈদেও মহাসড়কে যানজট মোকাবেলায় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এবারের ঈদও হবে নিরাপদ ও স্বস্তিদায়ক। তিনি চালকদের ঘুম ঘুম চোখে কিংবা শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি না চালানোর অনুরোধ করেন। তিনি যাত্রীদের উদ্দেশ্য বলেন, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে গাড়িতে উঠবেন না। তিনি আরো বলেন, মহাসড়কে যেন থ্রি-হুইলার না উঠতে পারে এই ব্যাপারে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।

    তিনি বলেন, মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ি চললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে একটি উৎসবমুখর ঈদ উপহারের আশা ব্যক্ত করেন। পরবর্তীতে হাইওয়ে পুলিশ প্রধান গাজীপুরের চন্দ্রা এলাকা জুড়ে সিসি ক্যামেরা এবং ড্রোন দিয়ে মহাসড়কের চিত্র দেখেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031