ঢাকা-নারায়ণগঞ্জ রোডে সৃজন ট্রান্সপোর্ট এসি নাম দিয়ে নতুন বাসের উদ্বোধন
দৌলত হোসেন আবিরঃ ঢাকা-নারায়ণগঞ্জ পথে ‘সৃজন ট্রান্সপোর্ট এসি’ নাম দিয়ে নতুন বাস চালু হয়েছে। যাত্রীদের কাছে এই পরিবহনটি ‘সৃজন ট্রান্সপোর্ট’ বাস নামে পরিচিতি পেয়েছে। এই পরিবহন কোম্পানির এমডি বিশিষ্ট ব্যবসায়ী কাজী শামীম তারেক।
গত সোমবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাড়ায় এই বাসের যাত্রা উদ্বোধন করেন কাজী শামীম তারেক ও তার ঘনিষ্ঠ সহযোগী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা ও পরিবহন মালিকেরা উপস্থিত ছিলেন।
ঢাকার বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটের থেকে নারায়ণগঞ্জ লিংক রোড চাষাড়া হয়ে মন্ডলপাড়া পর্যন্ত এই বাসটির চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। এই পথের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তালিকা অনুসারে গুলিস্থান থেকে নারায়ণগঞ্জের দূরত্ব ১৯.৭ কিলোমিটার। এই পথে বিআরটিসির এসি বাসের ভাড়া ৬৫ টাকা। বিআরটিএ সব পরিবহনের ভাড়া নির্ধারণ করে দেয়। কিন্তু শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া মালিকেরা নিজেরাই নির্ধারণ করেন।
উদ্বোধনের পর বাসের যাত্রী ইমতিয়াজ আরেফিন বলেন, বাসে বিনামূল্যে ওয়াইফাই সেবা আছে। তবে ওয়াইফাইয়ের গতি কম। ভাড়াটাও একটু বেশি। ঢাকায় বাস চলাচলের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ কমিশনারের নেতৃত্বে আঞ্চলিক পরিবহন কমিটি (মেট্রো আরটিসি)। প্রতি জেলাতে জেলা প্রশাসকের নেতৃত্বে অনুরূপ আরটিসি রয়েছে। একটি বাস ঢাকা মহানগর থেকে অন্য জেলায় চলাচল করলে মেট্রো আরটিসির পাশাপাশি সংশ্লিষ্ট অন্য জেলায় আরটিসির অনাপত্তিপত্র নিতে হয়।
এরপর বিআরটিএ প্রতিটি বাসের জন্য আলাদা আলাদা চলাচলের অনুমতিপত্র দেয়। তিনি ওই করপোরেশনের স্বত্বাধিকারী। গত সেপ্টেম্বর মাসে মেট্রো আরটিসি এই পথে ৪০টি এসি বাস নামানোর অনুমতি দেয়। বাইতুল মোকাররমের সামনের কাউন্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৃজন এসি ট্রান্সপোর্ট এম ডি কাজী শামীম তারেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী নেতা এসএম সোহরাব হোসেন ব্যবস্থাপনা পরিচালক বিকাশ পরিবহন লিঃ, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া সংগঠনের সভাপতি ও রাজনীতিবিদ সাবেক ফুটবলার মো. মেজবাহ উদ্দিন মেজু, সাবেক ছাত্রনেতা হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার হোসেন, বিভিন্ন পরিবহন ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ