ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএমআইসিএস প্রথম ও দ্বিতীয় ব্যাচের সনদ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধীন প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (পিএমআইসিএস) প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মোট ৬৭ জন গ্রাজুয়েটের হাতে সনদ তুলে দেওয়া হয়।
কম্পিউটার বিজ্ঞানে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ২০২৩ সালে বাংলাদেশে প্রথমবারের মতো দেড় বছর মেয়াদি এ মাস্টার্স প্রোগ্রাম চালু করা হয়। সরকারি ও বেসরকারি খাতে সাইবার সুরক্ষা নিশ্চিত করতে পিএমআইসিএস প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. উপমা কবির।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম. লুৎফর রহমান, পূবালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
বক্তারা বলেন, সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনবল তৈরিতে এবং দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা ও বুদ্ধিবৃত্তিক শক্তি বৃদ্ধি করতে এ ধরনের প্রফেশনাল প্রোগ্রামের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতে এ প্রোগ্রামের পরিসর আরও সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করা হয়।
বিআলো/ইমরান



