ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চর্তুরমূখী সংঘর্ষ : আহত ২৩
dailybangla
30th Aug 2025 2:10 pm | অনলাইন সংস্করণ
মো.কামরুল ইসলাম,শিবচর(মাদারীপুর): ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামূখী লেনে চর্তুরমূখী সংঘর্ষে ২৩ জন আহত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল দশটার দিকে এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে পাচ্চঁর স্ট্যান্ড সংলগ্ন স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূএে জানা যায়,‘সকালে প্রবল বৃষ্টির মধ্যে দ্রুত গতির টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনটি এক্সপ্রেসওয়ের পাচ্চঁর স্ট্যান্ড সংলগ্ন স্থানে গোল্ডেন লাইন পরিবহনের সাথে সংঘর্ষ হলে পিছনে দ্রুত গতির সাকুরা পরিবহন ও নড়াইল এক্সপ্রেসের সাথে চর্তুরমূখী সংঘর্ষ ঘটে।
এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সামনের দু’চাকা ভেঙ্গে স্টিলের রেলিং ভেঙ্গে দুমড়েমুচড়ে যায়,অপর বাসগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।বাসের চর্তুরমূখী সংঘর্ষে ২৩ জন আহত হয়েছে।আহতদের উপজেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া ও একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।পরে হাইওয়ে পুলিশের কঠোর তৎপরতায় রেকারের মাধ্যমে বাস সরানো হলে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত টিম পাঠানো হয়েছে।রেকারের মাধ্যমে দূর্ঘটনার ক্ষতিগ্রস্থ গাড়িগুলো সরিয়ে হাইওয়ে থানা হেফাজতে আনা হয়েছে,এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআলো/ইমরান