ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
dailybangla
12th Oct 2025 2:32 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ থেকে সব আন্তজেলা রুটেও বাস বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ইউনাইটেড পরিবহনের শ্রমিকের লাঞ্ছনার অভিযোগে এনসিপি কর্মীরা মাসকান্দা টার্মিনালে অবস্থান কর্মসূচি দেন। এর জেরে শনিবার পরিবহন শ্রমিকেরা পাল্টা বিক্ষোভে নামেন।
জেলা প্রশাসনের মধ্যস্থতায় আলোচনায় ১৬টি বাস বন্ধের আশ্বাসে এনসিপি কর্মীরা কর্মসূচি প্রত্যাহার করলেও শ্রমিকেরা ঢাকাগামী ও আন্তজেলা সব বাস চলাচল বন্ধ রাখেন।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ বলেন, নিরাপত্তার স্বার্থে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে শ্রমিকদের দাবি, গ্রেপ্তারকৃত সহকর্মী অরুণ চন্দ্র দাসের মুক্তি না পাওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
বিআলো/শিলি