• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা মহানগরীতে উন্মুক্ত লটারিতে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন 

     dailybangla 
    29th Sep 2025 8:33 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তরের অধীন ঢাকা রেশনিংয়ের আওতাধীন ঢাকা মহানগরীর দুটি সিটি কর্পোরেশনের ১৮৭টি ওএমএস (ওপেন মার্কেট সেল) বিক্রয় কেন্দ্রের ডিলার নিয়োগের লটারি উন্মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে সম্পন্ন হয়েছে।

    সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ লটারি অনুষ্ঠিত হয়। ওএমএস নীতিমালা-২০২৪ অনুসারে যাচাই-বাছাই শেষে সহস্রাধিক আবেদনকারীর উপস্থিতিতে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হয়।

    লটারি অনুষ্ঠানে নিয়োগ কমিটির সভাপতি ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া খাদ্য অধিদপ্তরের ঢাকা রেশনিং শাখার কর্মকর্তা-কর্মচারী ও এআরও কর্মকর্তারাও উপস্থিত থেকে প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করেন।

    অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। নিয়োগ কমিটি জানিয়েছে, উন্মুক্ত লটারির মাধ্যমে যেসব প্রার্থী নির্বাচিত হয়েছেন, তাদের আনুষ্ঠানিক নিয়োগ খুব শীঘ্রই সম্পন্ন হবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930