ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব CML দিবস ২০২৫ উদযাপন
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব CML (Chronic Myeloid Leukemia) দিবস ২০২৫ উপলক্ষে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতে সকাল ৮:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ কামরুল আলম বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন।
র্যালিতে অংশ নেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, হেমাটোলজি ও BMT ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. ফারুক আহমদ, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির, সাধারণ সম্পাদক ডা. মোঃ আদনান হাসান মাসুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, দেশের বিশিষ্ট হেমাটোলজিস্ট, শিক্ষার্থী, রোগী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
র্যালি শেষে অনুষ্ঠিত বক্তব্যে বক্তারা CML রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের উন্নত চিকিৎসা প্রাপ্তি ও গবেষণার অগ্রগতির বিষয়গুলো তুলে ধরেন।
পরে সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর এসজিএম চৌধুরী হলে অনুষ্ঠিত হয় এক বৈজ্ঞানিক সেমিনার। এতে তিনজন বিশেষজ্ঞ বক্তা CML রোগের সর্বশেষ চিকিৎসা পদ্ধতি, গবেষণার নতুন দিগন্ত, দ্রুত রোগ শনাক্তকরণ এবং রোগীর চিকিৎসা ব্যয় কমানোর উপায় নিয়ে আলোচনা করেন।
সেমিনারের সভাপতিত্ব করেন হেমাটোলজি ও BMT ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মোঃ কামরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, প্রফেসর ডা. ফারুক আহমদ, সহযোগী অধ্যাপক ডা. জাকারিয়া আল আজিজ, হেমাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ।
বক্তারা সবার জন্য সমান চিকিৎসা নিশ্চিতকরণ, চিকিৎসা ব্যয় হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
অনুষ্ঠানের মাধ্যমে হেমাটোলজি বিশেষজ্ঞরা প্রতিশ্রুতি দেন যে, বাংলাদেশে CML রোগীদের জন্য উন্নত চিকিৎসা ও গবেষণার ধারাবাহিকতা আরও শক্তিশালীভাবে এগিয়ে নেওয়া হবে।
বিআলো/তুরাগ